টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে ভিন্নমত প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সাবেক সেক্রেটারি আরিফ আলী আব্বাসী।
তাঁদের মতে, শুধু রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থানের কারণে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত যুক্তিসংগত হবে না।
আরিফ আলী আব্বাসী বলেন, বাংলাদেশকে সমর্থন জানানো একটি নৈতিক অবস্থান হলেও এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করা কতটা ফলপ্রসূ হবে—সেটি ভাবা জরুরি। তাঁর ভাষায়, দল প্রত্যাহার করে পাকিস্তান আসলে কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। বিষয়টি বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে নিষ্পত্তি করা হলে বাংলাদেশের পক্ষে একমাত্র সমর্থন জানায় পাকিস্তান। অন্য সব বোর্ড আইসিসির অবস্থানকেই সমর্থন করে।
পরবর্তীতে আইসিসি জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে হবে। এই সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
এ প্রসঙ্গে আব্বাসী আরও বলেন, বাংলাদেশকে সমর্থন করলেও শ্রীলংকার আর্থিক ও আয়োজক স্বার্থের দিকটি উপেক্ষা করা ঠিক হবে না। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সেখানে দল না গেলে আয়োজক দেশটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
এসআর
মন্তব্য করুন: