[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

নিরাপত্তাজনিত কারণে ক্রিকেট নয়, শুটিং দলকে ভারত সফরের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠানো হয়নি।

এর ফলে প্রথমবারের মতো এই আসরে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে না। তবে ক্রিকেট দলের সফর বাতিল হলেও শুটিং দলের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিক সরকারি আদেশ জারি করা হয়। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

সরকারি সূত্র জানায়, প্রতিযোগিতাটি ইনডোর ও নিয়ন্ত্রিত পরিবেশে আয়োজন করা হচ্ছে, যা তুলনামূলকভাবে নিরাপদ। এ কারণেই শুটিং দলের সফরকে ঝুঁকিমুক্ত বলে বিবেচনা করা হয়েছে।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ দলের সদস্যসংখ্যা খুবই কম—একজন খেলোয়াড় ও একজন কোচ। আয়োজক পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। সব দিক বিশ্লেষণ করেই এই সফরের অনুমোদন দেওয়া হয়েছে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেবেন অভিজ্ঞ শুটার রবিউল ইসলাম। তার ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের সুবিধায় রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন, তবে শারমিন আক্তারকে ভিসা সংগ্রহ করতে হবে।

আগামী ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটিই বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ হতে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর