[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

স্কোয়াড ঘোষণার পরও বিশ্বকাপ বয়কট নিয়ে নতুন বার্তায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টাইগারদের এই অবস্থানের পর থেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সংহতির অংশ হিসেবে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিতও দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।


এরই মধ্যে রোববার (২৫ জানুয়ারি) টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণার পর অনেকেই ধারণা করেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাপের মুখে পড়ে পাকিস্তান বয়কটের অবস্থান থেকে সরে এসেছে। তবে সেই ধারণায় জল ঢেলে দিয়েছেন পাকিস্তান দলের নির্বাচক কমিটির এক শীর্ষ সদস্য।


পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদ গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, দল ঘোষণা করা হলেও পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। তার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে।


আকিভ জাভেদ বলেন, “নির্বাচকদের দায়িত্ব স্কোয়াড ঘোষণা করা। আমরা নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্তে দল ঘোষণা করেছি। তবে বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত সরকারের হাতে। এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না। চেয়ারম্যানও একই অবস্থানের কথা বলেছেন। তাই আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”


তার এই মন্তব্যে বোঝা যাচ্ছে, পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নাটক এখনো শেষ হয়নি। ক্রিকেট বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য টুর্নামেন্টের আগে পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
উল্লেখ্য, বাংলাদেশের মতো পাকিস্তানকে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে হচ্ছে না।

পিসিবি, বিসিসিআই ও আইসিসির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের বিপক্ষেও তারা মাঠে নামবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর