সাফ নারী ফুটসালের উদ্বোধনী আসরেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ।
শুরু থেকে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে রোববার মালদ্বীপকে ১৪-২ গোলে বিধ্বস্ত করে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।
জয়ের জন্য প্রয়োজনীয় ম্যাচে শুরুতে এক গোল হজম করলেও এরপর আর পিছনে তাকাতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
প্রথম গোল হজম করার পরই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ।
একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। অধিনায়ক সাবিনা খাতুন এ ম্যাচে হ্যাটট্রিক করেন, যা বড় ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে টুর্নামেন্টের শুরুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হলেও পরের ম্যাচগুলোতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামে সাবিনারা।
শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১২ গোলের ব্যবধানের এই বিশাল জয় বাংলাদেশের নারী ফুটসালের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।
প্রথম আসরেই শিরোপা জয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ফুটসালে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিল বাংলাদেশ।
এসআর
মন্তব্য করুন: