দেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও লাল-সবুজ জার্সিতে
মাঠে নামার সুযোগ পাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাকিবের দলে ফেরার সবুজ সংকেত দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিসিবির সিদ্ধান্তের প্রধান দিকগুলো:
দলে ফেরা: বিসিবি জানিয়েছে, শারীরিকভাবে ফিট থাকা সাপেক্ষে সাকিব আল হাসানকে পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে সিলেকশনের জন্য বিবেচনা করা হবে। বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নতুন চুক্তি: কেবল দলেই ফেরা নয়, সাকিবকে কেন্দ্রীয়ভাবে নতুন করে চুক্তির প্রস্তাবও দেবে বিসিবি।
আইনি ও নিরাপত্তা ইস্যু: সাকিবের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলা ও আইনি জটিলতার বিষয়ে বিসিবি সরকারের সাথে আলোচনা করবে। মূলত তার নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
কবে দেখা যাবে মাঠে?
আগামী মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায় আসবে। ধারণা করা হচ্ছে, ঘরের মাঠের এই সিরিজ দিয়েই সাকিবের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের কানপুরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলা হয়নি তাঁর। দীর্ঘ নাটকীয়তা শেষে সাকিবের দেশে ফেরা এবং দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
সাকিব আল হাসান বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তাঁর সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেস নিয়ে বিসিবি ট্রেইনারদের সাথে যোগাযোগ রাখছে।
এসআর
মন্তব্য করুন: