[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

সাকিবকে দলে ফেরানোর পথে বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১:১২ এএম

Sorry, Something is Wrong. Please play another video.

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।


তিনি জানান, সাকিবের শারীরিক সক্ষমতা ও খেলার উপযোগিতা বিবেচনায় রেখে নির্বাচকরা তাকে ভবিষ্যৎ সিরিজগুলোর দলে রাখতে পারবেন।

দেশের মাঠে হোক বা বিদেশ সফরে—যে ভেন্যুতে তিনি খেলার মতো ফিট থাকবেন, সেখানে তাকে বিবেচনায় নেওয়া হবে।


এছাড়া, পুরোপুরি ফিট থাকলে সামনে আসা হোম ও অ্যাওয়ে সিরিজে তার খেলার সুযোগ থাকবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। বিসিবি তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে।


সাকিবের চলমান আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে।


শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সাকিব আল হাসান তার ফিটনেস ও প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনের জন্য বিবেচনায় থাকবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর