[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৫:১০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশকে বিশ্বকাপের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।


বৈঠকে জানা যায়, আসন্ন বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তই মূল আলোচ্য ছিল। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন না আনায় শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যায় আইসিসি।


এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।


এদিকে, ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এ বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর