[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

ট্রাম্প প্রশাসনের নীতির কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ভাবনা জার্মান ফুটবলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের প্রেক্ষাপটে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে—এমন মত প্রকাশ করেছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ।

বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি এবং ডিএফবির সহসভাপতিদের একজন গটলিশ জার্মান সংবাদমাধ্যম মর্গেনপোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপ বয়কটের প্রশ্নটি আর উপেক্ষা করার মতো নেই; বরং এ নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন।


তার মতে, গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ঘিরে ট্রাম্প প্রশাসনের অবস্থান ইউরোপজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য এবং এর বিরোধিতা করা কয়েকটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলছে। এমনকি ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে মত অনেক বিশ্লেষকের।


গটলিশ বলেন, “আশির দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যে যুক্তিগুলো ছিল, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি তার চেয়েও বড়। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় আনা জরুরি।”


তিনি কাতার বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, তখন মানবাধিকার ও রাজনৈতিক ইস্যুতে কাতারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল জার্মানি। অথচ এখন যুক্তরাষ্ট্রের মতো আয়োজক দেশ নিয়ে রাজনৈতিক প্রশ্ন উঠলেও সবাই হঠাৎ নিরপেক্ষ থাকার ভান করছে—যা তাকে গভীরভাবে হতাশ করে।


চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সাম্প্রতিক বছরগুলোতে মাঠের পারফরম্যান্সেও কঠিন সময় পার করছে। ২০১৮ ও ২০২২—টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছে তাদের। তবে গটলিশের মতে, খেলাধুলার সাফল্য নয়, মূল্যবোধ ও নৈতিক অবস্থানই বড় প্রশ্ন।


তিনি বলেন, “সংগঠন ও সমাজ হিসেবে আমরা কোথায় সীমা টানব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হুমকি, আগ্রাসন কিংবা প্রাণহানির মতো বিষয়গুলোতে আমরা কখন প্রতিবাদ করব—এ প্রশ্নের উত্তর দরকার।” এ বিষয়ে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ডিএফবি সভাপতি বার্ন্ড নয়েনডর্ফের অবস্থানও জানতে চান।


বিশ্বকাপ বয়কট হলে খেলোয়াড়দের ক্ষতির যুক্তি মানতে নারাজ গটলিশ। তার ভাষায়, “একজন পেশাদার ফুটবলারের ক্যারিয়ার কখনোই সেই অসংখ্য মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়, যারা আয়োজক দেশের নীতির কারণে সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”


২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের আসরের আয়োজক। তবে টিকিটের উচ্চমূল্য, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কিছু দেশের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা ইতোমধ্যেই সমালোচনার জন্ম দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর