[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

বিপিএল শিরোপা জিততে চট্টগ্রামের লক্ষ্য ১৭৫ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৮:১৬ পিএম

সংগৃহীত ছবি

বিপিএলে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে চট্টগ্রামের দল।

তৃতীয়বারের মতো ফাইনালে উঠে এবার ট্রফি জয়ের সামনে আরেকটি সুযোগ পেল তারা। এর আগে দুবার শিরোপা নির্ধারণী ম্যাচ খেললেও শেষ হাসি হাসতে পারেনি চট্টগ্রাম।


শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ১২তম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে ১৭৪ রান। ফলে চট্টগ্রামের সামনে শিরোপা জিততে প্রয়োজন ১৭৫ রান।


রাজশাহীর এই সংগ্রহের পেছনে মূল ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম। ফাইনালের মঞ্চে রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেন তিনি। ৬১ বলে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১০০ রান করে দলকে বড় পুঁজি এনে দেন বাংলাদেশের এই ওপেনার।


বিপিএল ফাইনালের ইতিহাসে এটি তানজিদের সেঞ্চুরি। এর আগে ফাইনালে শতক করেছিলেন কেবল ক্রিস গেইল (২০১৭, রংপুর রাইডার্স) ও তামিম ইকবাল (২০১৯, কুমিল্লা ভিক্টোরিয়ানস)।


ইনিংসের শুরুতে রাজশাহী পায় দারুণ সূচনা। ওপেনিংয়ে নেমে শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান গড়ে তোলেন ১০.২ ওভারে ৮৩ রানের জুটি। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলেও তানজিদ ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রণে।


মাত্র ২৯ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, এরপর আরও ৩১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। এটি তার বিপিএল ক্যারিয়ারের তৃতীয় শতক। তবে সেঞ্চুরির পর ইনিংসটি খুব বেশি লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে আউট হন তিনি।


এখন সব নজর চট্টগ্রামের ব্যাটিংয়ের দিকে। ইতিহাস বদলে প্রথমবার বিপিএল ট্রফি ঘরে তুলতে হলে তাদের সামনে ১৭৫ রানের লক্ষ্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর