বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে।
সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই লড়াই।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই ম্যাচটি উপভোগ করতে সকাল থেকেই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। ফাইনাল উপলক্ষে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছিল, ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে অনেক সমর্থক টিকিট সংগ্রহে ব্যর্থ হলেও শেষ মুহূর্তে পাওয়ার আশায় স্টেডিয়ামমুখী হয়েছেন। কেউ কেউ আবার একটু বেশি দাম হলেও টিকিট কিনে ম্যাচ দেখার আগ্রহ প্রকাশ করছেন।
স্টেডিয়ামে আসা এক দর্শক জানান, “যেভাবেই হোক আজকের ফাইনালটা মিস করতে চাই না। প্রয়োজনে বাড়তি দাম দিয়েও টিকিট কাটব।” এমন মনোভাব আরও অনেক সমর্থকের মধ্যেই দেখা যাচ্ছে।
চলতি আসরে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়েলস ও রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রাম রয়েলসের জন্য এটি বিপিএল ইতিহাসে তৃতীয় ফাইনাল এবং টানা দ্বিতীয়বার। আগের দুটি ফাইনালেই তারা শিরোপা ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে—২০১৩ সালে ঢাকা এবং সর্বশেষ আসরে ফরচুন বরিশালের কাছে হেরে। তাই অধিনায়ক শেখ মেহেদি হাসানের নেতৃত্বে এবার প্রথম শিরোপা জয়ের লক্ষ্য চট্টগ্রামের।
অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স এর আগে বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলটি আজ দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
এসআর
মন্তব্য করুন: