বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দলগুলোর ওপরও।
এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের বিশ্বকাপ সংশ্লিষ্ট সব প্রস্তুতিমূলক কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার–এর প্রতিবেদনে জানানো হয়, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই নির্দেশনা দিয়েছেন।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো প্রশিক্ষণ ক্যাম্প, কৌশলগত পরিকল্পনা কিংবা বিশ্বকাপ ঘিরে নেওয়া উদ্যোগ এগোবে না।
একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতিতে যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ না করে, সে ক্ষেত্রে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে—তা আগেই প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে মূলত বাংলাদেশের অবস্থানই বড় কারণ হিসেবে উঠে এসেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ্যে বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং বিষয়টিকে “যৌক্তিক ও বাস্তবভিত্তিক” বলে উল্লেখ করেছে।
পিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সংক্রান্ত জটিলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পাকিস্তানও নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এমনকি প্রয়োজনে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবা হতে পারে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তবে বাংলাদেশকে ঘিরে সৃষ্ট এই অচলাবস্থা পুরো আসরের প্রস্তুতি ও আয়োজনে অনিশ্চয়তার ছায়া ফেলছে।
বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশ ও পাকিস্তান যদি একই অবস্থানে অনড় থাকে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন সমাধানের পথে হাঁটতে বাধ্য হতে হবে। অন্যথায় বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হতে পারে।
এসআর
মন্তব্য করুন: