[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

আইসিসির কাছে নতুন প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১০:৪১ এএম

সংগৃহীত ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক থাকার বিষয়টি আবারও স্পষ্টভাবে তুলে ধরে, বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে বোর্ড।

শনিবার ঢাকার গুলশানে একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা জটিলতার কারণে ভারতের প্রতিনিধি গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে আলোচনায় যুক্ত হন।

বৈঠকে আইসিসির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।
বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, প্রয়োজনে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা হোক।

নতুন প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে এমন একটি গ্রুপে রাখা যেতে পারে, যার ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও জিম্বাবুয়ের সঙ্গে একই গ্রুপে খেলার সম্ভাবনার কথা উঠে আসে।


বিসিবির দাবি, শ্রীলংকায় ম্যাচ আয়োজন হলে নিরাপত্তা, লজিস্টিক ও সমর্থকদের অংশগ্রহণ—সব দিক থেকেই বিষয়টি তুলনামূলক সহজ হবে। পাশাপাশি দল, মিডিয়া ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও আইসিসির কাছে তুলে ধরা হয়।


বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, আলোচনা ছিল খোলামেলা ও পেশাদার পরিবেশে। উভয় পক্ষই স্বীকার করেছে, সীমিত পরিবর্তনের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব। সে লক্ষ্যেই বাংলাদেশকে ভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।


বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।


উল্লেখ্য, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

নিজেদের অবস্থানে অটল থাকলেও, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর