[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ৪:১৮ পিএম

ফাইল ছবি

ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।

 দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন, জোড়া গোল করেছেন সাবিনা খাতুন, এবং একটি করে গোল করেছেন শিউলি আজিম ও ঋতুপর্না চাকমা।

৩০ অক্টোবর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত বা নেপাল, যারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ৫-১ গোলে। খেলার সপ্তম মিনিটে তহুরার পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা।

এরপর ১৫ মিনিটে শিউলি আজিমের পাস থেকে গোল করেন তহুরা। সাবিনা খাতুন ২৬ মিনিটে নিজের প্রথম গোলটি করেন, এবং ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন তহুরা।

বিরতিতে যাওয়ার আগে একটি গোল পায় ভুটান, তাদের হয়ে গোল করেন ডেকি লাহাজোন।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণ ধরে রাখেন তহুরা, এবং ৫৮ মিনিটে বাম পায়ের শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

৭২ মিনিটে সানজিদার কর্নারে হেডে গোল করেন শিউলি আজিম। এর মধ্য দিয়ে বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

৩০ অক্টোবর বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে ভারত বা নেপালের মধ্যে বিজয়ী দলের।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর