[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

অ-১৯ বিশ্বকাপে ভারতের ব্যাটিং গুঁড়িয়ে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতকে চাপে ফেলেছে বাংলাদেশ।

আল ফাহাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ভারতীয় দলকে ২৩৮ রানে গুটিয়ে দেয় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৯ ওভারে ২৩৯ রান।
টস জিতে জাওয়াদ আবরার বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন, যা শুরু থেকেই কার্যকর প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই আক্রমণাত্মক বোলিংয়ে ভারতকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ।

অর্ধেক ইনিংস শেষ হওয়ার আগেই ১১৯ রানে ৫ উইকেট হারায় ভারত। শেষের দিকেও সমান ১১৯ রান যোগ করলেও শেষ পর্যন্ত তারা থামে ২৩৮ রানে।
বোলিংয়ে শুরুটা করেন আল ফাহাদ। প্রথমেই ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির হাতে ক্যাচ বানান তিনি। পরের বলেই ফেরান বেদান্ত ত্রিবেদীকে। মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।


এরপর বৈভব সূর্যবংশী কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। তবে অধিনায়ক তামিম বোলারদের চতুর রোটেশনের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে নেন। ফিফটির পর বৈভব ৩৭ বল খেলেও যোগ করতে পারেন মাত্র ২২ রান।


এর মাঝে বিহান মালহোত্রাকে ফিরিয়ে উইকেটের খাতায় নাম লেখান অধিনায়ক তামিম নিজেই। পরে শুরুতে কিছুটা খরুচে থাকা ইকবাল হোসেন ইমন আঘাত হানেন। তার বলে ছক্কা মারতে গিয়ে আল ফাহাদের হাতে ক্যাচ তুলে দেন বৈভব। ৬৭ বলে ৭২ রানের ইনিংস শেষে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পঞ্চম উইকেটও আসে দ্রুতই। ইমনের বলেই বিদায় নেন হরবংশ পাঙ্গালিয়া। ১১৯ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ৪৫ বলে তাদের জুটিতে আসে ৫৪ রান।


এই জুটি ভাঙেন আবারও অধিনায়ক তামিম, কনিষ্ককে ফিরিয়ে। এরপর ভারত ছোট ছোট জুটি গড়লেও বড় কোনো পার্টনারশিপ করতে পারেনি, যা বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণে রাখে।
ইনিংসের ৩৯তম ওভারে আল ফাহাদ চোট পেয়ে মাঠ ছাড়েন চার বল করার পর। ওই ওভারে একটি ক্যাচও হাতছাড়া হয়। পরে বৃষ্টির কারণে ৬৪ মিনিট খেলা বন্ধ থাকে এবং ম্যাচের দৈর্ঘ্য এক ওভার কমে যায়।
বিরতির পরই সপ্তম উইকেটের দেখা পায় বাংলাদেশ। আমব্রিশকে আউট করেন শেখ পারভেজ জীবন।

 

এরপর শেষ দিকে আবার দায়িত্ব নেন ফাহাদ। ইনিংসের শুরু যেমন করেছিলেন, শেষটাও করেন তিনিই। শেষ তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকে অলআউট করার পাশাপাশি নিজের ক্যারিয়ার এবং এবারের বিশ্বকাপে প্রথম পাঁচ উইকেটের কীর্তি গড়েন এই তরুণ পেসার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর