[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

টসের সময় সৌজন্য বিনিময় এড়িয়ে গেল বাংলাদেশ- ভারতের যুব ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে চলমান উত্তেজনার প্রভাব এবার মাঠের আচরণেও দেখা গেল।

বুলাওয়েতে অনুষ্ঠিত যুব টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টসের সময় দুই দলের ক্রিকেটারদের মধ্যে করমর্দনের দৃশ্য দেখা যায়নি, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

শনিবার (বাংলাদেশ সময়) বেলা দেড়টায় শুরু হওয়া ম্যাচের টস অনুষ্ঠানে ভারতীয় অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে এবং বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে কোনো ধরনের সৌজন্য বিনিময় হয়নি। টস শেষে দুজনই একে অপরকে এড়িয়ে মাঠ ছেড়ে যান।


বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহ–অধিনায়ক জাওয়াদ আবরার। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে কয়েন ছুড়ে দেন।

আবরার ‘টেল’ ডাকেন এবং বাংলাদেশ টসে জয় পায়। এরপর আয়ুশ কোনো করমর্দন না করেই সরে যান, আবরারও হাত বাড়াননি।

ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচে যে ধরনের আচরণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে, তারই প্রতিফলন এবার ভারত–বাংলাদেশ ম্যাচে দেখা গেল।

গত বছরের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোতে টস ও ম্যাচ শেষে করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনা নিয়মিত ছিল। এমনকি বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও একই ধারা অনুসরণ করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এবং দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে ক্রিকেটীয় সম্পর্কেও শীতলতা তৈরি হয়েছে।


এই পরিস্থিতি নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে যোগাযোগ চলছে। বাংলাদেশ চায়, তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক।

এ নিয়ে আলোচনার জন্য শনিবার আইসিসির একটি প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে।


সবকিছু মিলিয়ে, মাঠের বাইরের উত্তেজনা এবার ২২ গজেও ছড়িয়ে পড়েছে। ম্যাচ শুরুর আগেই সৌজন্য বিনিময় এড়িয়ে যাওয়ার ঘটনায় ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের বর্তমান বাস্তবতাই যেন স্পষ্ট হয়ে উঠল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর