[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

আইসিসির ভারতীয় কর্মকর্তার ভিসা জটিলতা, কড়া অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে চলমান গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই দেখা দিয়েছে অপ্রত্যাশিত জটিলতা।

ভিসা সমস্যার কারণে আইসিসির নির্ধারিত দুই সদস্যের প্রতিনিধি দল শেষ পর্যন্ত একজনেই সীমিত হয়ে গেছে, যা আলোচনার সূচনালগ্নে লজিস্টিক সংকট তৈরি করেছে।


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার (১৭ জানুয়ারি) এককভাবে ঢাকা পৌঁছান।


গণমাধ্যম সূত্রে জানা গেছে, এফগ্রেভের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত আইসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাংলাদেশ সফরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না পাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনেরই একটি প্রতিফলন।


এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। বিষয়টি পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আত্মমর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচিত হয়। এর জেরে বিসিবি ও বাংলাদেশ সরকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও খেলোয়াড়দের সুরক্ষার কথা উল্লেখ করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে।


সহযোগী প্রতিনিধির অনুপস্থিতিতে আলোচনার সম্পূর্ণ দায়িত্ব এখন অ্যান্ড্রু এফগ্রেভের কাঁধেই পড়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগে হাতে রয়েছে তিন সপ্তাহেরও কম সময়। এই সংকট দ্রুত সমাধান না হলে বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ—দুই ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর