বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।
শনিবার অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে ১২৩ ভোট পেয়ে তিনি সভাপতি পদে আসীন হন।
নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমে তাবিথ আউয়াল বাফুফের গঠনতন্ত্র সংস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, "ফুটবলে আমরা পরিবর্তন চাই, এবং এর জন্য গঠনতন্ত্র সংস্কার আমাদের প্রথম পদক্ষেপ হবে। একইসঙ্গে মাঠে খেলার মান উন্নয়নে আমরা কাজ করবো।"
এছাড়া নির্বাচনের জন্য ‘মুক্ত পরিবেশ’ সৃষ্টিতে সাহস জোগানোয় বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি।
তিনি বলেন, “আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, যিনি আমাদের একটি মুক্ত এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার সাহস দিয়েছেন। তার দিকনির্দেশনায় আমরা নতুনভাবে ফুটবলকে উন্নতির পথে এগিয়ে নিতে পারবো।”
গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে নতুন কমিটি কোন অংশে বেশি জোর দেবে জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, “আমরা একাধিক কর্মপরিকল্পনা হাতে নেবো।
আমাদের সিনিয়র সহ-সভাপতি ইতোমধ্যে একটি ফেডারেশন ম্যানুয়াল জমা দিয়েছেন। আরও কিছু ডকুমেন্ট নিয়ে প্রথম মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।”
এসআর
মন্তব্য করুন: