আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের সম্ভাব্য ক্ষতি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।
তার ওই বক্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সংগঠন ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের দাবি জানায় এবং দাবি না মানা হলে বিপিএলসহ সব ধরনের খেলা বর্জনের হুঁশিয়ারি দেয়।
এই প্রেক্ষাপটে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (আজ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত বক্তব্যের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নাজমুল ইসলামকে।
তার জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।
একই সঙ্গে বিপিএলের শেষ ধাপ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ক্রিকেটারদের সহযোগিতাও কামনা করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, সাম্প্রতিক এক বোর্ড সদস্যের মন্তব্যে সৃষ্ট পরিস্থিতির জন্য তারা দুঃখ প্রকাশ করছে।
ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদার আচরণ এবং ক্রিকেটের নৈতিক মূল্যবোধ বজায় রাখতে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।
নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে বিসিবি নিজস্ব বিধি-বিধান ও আচরণবিধি অনুযায়ী এ ধরনের বিষয় কঠোরভাবে মোকাবিলা করবে বলেও উল্লেখ করা হয়।
এসআর
মন্তব্য করুন: