বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
অভিযোগ রয়েছে, ভারতের উগ্র সাম্প্রদায়িক চাপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬-এর জন্য নির্বাচিত হয়েও মোস্তাফিজকে দলে রাখতে পারেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
এবার এই ইস্যুতে প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। পোস্টে তাবিথ আউয়াল লেখেন, রাজনৈতিক প্রভাবের কারণে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া অত্যন্ত হতাশাজনক। তার ভাষায়, কেবল চাপের মুখে পড়ে আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মোস্তাফিজ তার পারফরম্যান্স ও দক্ষতার মাধ্যমেই দলে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র জাতীয় পরিচয়ের কারণে তাকে বাদ দেওয়া খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী এবং এটি অসহিষ্ণুতার স্পষ্ট উদাহরণ। ক্রিকেটের মতো ভদ্রতার খেলায় এমন দৃষ্টান্ত অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।
বাফুফে সভাপতি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআই-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা জরুরি। তার মতে, খেলাধুলা কখনোই বিভাজনের মাধ্যম হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়াক্ষেত্রের শক্তি মানুষকে ঐক্যবদ্ধ করার, দূরত্ব কমানোর। তাই এটিকে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া গড়ে তোলার মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত।
পোস্টের শেষ অংশে মোস্তাফিজুর রহমানের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, কঠিন সময়ে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন— পুরো দেশ আজ তার পাশে রয়েছে।
এসআর
মন্তব্য করুন: