আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যখন চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে যেতে পারেন না, তখন সেখানে পুরো বাংলাদেশ দল নিরাপদভাবে বিশ্বকাপ খেলবে—এমন আস্থা তৈরি হওয়া কঠিন।
শনিবার (রাত সাড়ে ১০টা) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক চাপের কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিষয়টিকে তিনি নিন্দনীয় ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন, যেন তারা আইসিসির কাছে পুরো পরিস্থিতি লিখিতভাবে ব্যাখ্যা করে।
একই সঙ্গে বোর্ডকে অনুরোধ জানাতে বলা হয়েছে—বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।
আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশকে অবমাননার কোনো সুযোগ দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধের অনুরোধও জানিয়েছেন।
তিনি মন্তব্য করেন, “গোলামির সময় শেষ। দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের সম্মান রক্ষায় আমরা আপসহীন থাকব।
এসআর
মন্তব্য করুন: