২৬ অক্টোবর বাফুফের নির্বাচন। ওইদিন আগামী চার বছরের জন্য নতুন সভাপতি পাবে দেশের ফুটবল।
সে সঙ্গে শেষ হবে বাফুফেতে কাজী মোঃ সালাউদ্দিন অধ্যায়।
দীর্ঘ ১৬ বছর বাফুফেতে একসঙ্গে কাজ করা অনেক কর্মকর্তা কর্মচারী নেই। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ইন্তেকাল করেছেন।
বর্তমানে যারা আছেন তাদের কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন।
তবে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেও নির্বাচন না হওয়া পর্যন্ত প্রয়োজনেই কাজী সালাউদ্দিনকে বাফুফেতে আসতে হবে। এমনকি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরেও আসতে হবে।
তার বিদায়ী বক্তব্য ছিল সংক্ষিপ্ত। তিনি সবাইকে দোয়া করেছেন, নিজের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি কামনা করেছেন।
এসআর
মন্তব্য করুন: