আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে নিজেদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত কয়েক দিন ধরে ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মুস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেয়। বোর্ডের সেই সিদ্ধান্ত অনুসারেই ব্যবস্থা নিয়েছে কলকাতা।
কেকেআর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিসিসিআইয়ের নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আইপিএলের নিয়ম অনুযায়ী বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমোদনও দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তারা। বদলি ক্রিকেটার সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলেও জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও বোর্ড অনুমতি দেবে বলে তিনি উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর মুস্তাফিজের সঙ্গে কেকেআরের চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়। এ প্রসঙ্গে ভারতের এক ধর্মীয় নেতা দেবকীনন্দন ঠাকুর প্রকাশ্যে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি তোলেন।
এমনকি কেকেআরের মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে কড়া মন্তব্যও করেন বিজেপি নেতা সঙ্গীত সোম।
সব মিলিয়ে এই সিদ্ধান্তের মাধ্যমে আইপিএলে মুস্তাফিজুর রহমানের এবারের অধ্যায় অনিশ্চিত অবস্থায় পড়ল।
এসআর
মন্তব্য করুন: