[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

সাকিবের রেকর্ড ভাঙলেন আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬ ৫:৫০ পিএম

আজ বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে পরাজিত

করেছে সিলেট টাইটান্স। এই জয়ের পেছনে বল হাতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ আমির। ম্যাচে তিনি একটি মেইডেন ওভারও করেন, যা তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছে দেয়।
সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বোলিংয়ে আসেন আমির। নতুন বল হাতে অধিনায়কের আস্থার যথার্থ প্রমাণ দেন তিনি। তার প্রথম ওভারে ঢাকা ক্যাপিটালসের ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি কোনো রান তুলতে পারেননি।
এটি ছিল স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের ২৮তম মেইডেন ওভার। এই ফরম্যাটে তার চেয়ে বেশি মেইডেন ওভার করেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যার ঝুলিতে রয়েছে ৩৩টি মেইডেন।
এই ম্যাচের মাধ্যমে মেইডেন ওভারের সংখ্যায় আমির পেছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে। সাকিব টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৭টি মেইডেন ওভার করেছেন এবং সর্বাধিক মেইডেন করা বোলারদের তালিকায় তিনি বর্তমানে তিন নম্বরে অবস্থান করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর