[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৪:০৫ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের একটি প্রতিযোগিতামূলক দল চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ঘোষিত এই স্কোয়াড দিয়েই তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।
বিশ্বকাপে আফগান দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার রশিদ খান। দীর্ঘদিন পর দলে ফিরেছেন গুলবাদিন নাইব এবং গতিময় পেসার নাভিন উল হক। নির্বাচকদের আস্থায় জায়গা ধরে রেখেছেন বাঁহাতি ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইসহাক। তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও সুযোগ দেওয়া হয়েছে এবারের দলে। পাশাপাশি সাম্প্রতিক সিরিজগুলোতে না খেললেও স্কোয়াডে রাখা হয়েছে ফজল হক ফারুকিকে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। রশিদ খানের দল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা, ১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড, ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত এবং ১৯ ফেব্রুয়ারি কানাডার মুখোমুখি হবে তারা।
আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর