চোটে ভুগলেও ২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন জফরা আর্চার।
একই সঙ্গে নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হয়েছে পেসার জশ টাংকেও। আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার পাশাপাশি শ্রীলঙ্কা সফরের জন্য ইংল্যান্ডের টি–টোয়েন্টি ও ওয়ানডে দলও প্রকাশ করা হয়েছে। তবে চোটের কারণে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাচ্ছেন না আর্চার। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন।
চলতি মাসে অ্যাডিলেডে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে বাম পাশের পেশিতে চোট পান আর্চার। এরপর থেকেই ইংল্যান্ড দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও রিহ্যাব চলছে। ফলে বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকলেও আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
অন্যদিকে, তরুণ পেসার জশ টাং প্রথমবারের মতো ইংল্যান্ডের টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে যেমন তিনি আছেন, তেমনি তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক দলেও।
ব্রাইডন কার্স শ্রীলঙ্কা সফরের টি–টোয়েন্টি দলে থাকলেও বিশ্বকাপের প্রাথমিক তালিকায় জায়গা পাননি।
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলের আটজন ক্রিকেটারকে এবারও রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন নতুন অধিনায়ক হ্যারি ব্রুক ও সাবেক অধিনায়ক জস বাটলার। এছাড়া ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কারান, উইল জ্যাকস, আদিল রশিদ ও জফরা আর্চারও আছেন সেই দলে।
তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মঈন আলি, জনি বেয়ারস্টো, টম হার্টলি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি ও মার্ক উড। নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, জশ টাং ও লুক উড।
ইংল্যান্ডের প্রাথমিক টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
হ্যারি ব্রুক, জস বাটলার, ফিল সল্ট, বেন ডাকেট, স্যাম কারান, উইল জ্যাকস, আদিল রশিদ, জফরা আর্চার, রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, লিয়াম ডসন, জেমি ওভারটন, জশ টাং ও লুক উড।
এসআর
মন্তব্য করুন: