[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মাসুদের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভাঙল ইনজামাম-শেবাগের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৮:৪৭ এএম

প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন শান মাসুদ


পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন ব্যাটার শান মাসুদ। এই কীর্তির মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের দীর্ঘদিনের রেকর্ড। একই সঙ্গে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের একটি উল্লেখযোগ্য রেকর্ডও পেছনে ফেলেছেন তিনি।
সোমবার প্রেসিডেন্টস কাপের ম্যাচে সুই নর্দার্ন গ্যাস ও সাহার অ্যাসোসিয়েটসের মুখোমুখি লড়াইয়ে এই কীর্তি গড়েন মাসুদ। সুই নর্দার্ন গ্যাসের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ বলেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দিন শেষে তার সংগ্রহ দাঁড়ায় ১৮৫ বলে অপরাজিত ২১২ রান।
এর আগে ১৯৯২ সালে ইংল্যান্ড সফরে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এক ম্যাচে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইনজামাম উল হক। সেটিই এতদিন পাকিস্তানের কোনো ব্যাটারের দ্রুততম প্রথম শ্রেণির ডাবল সেঞ্চুরি ছিল।
এছাড়া পাকিস্তানের মাটিতে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নতুন করে লিখেছেন মাসুদ। ২০০৬ সালে লাহোর টেস্টে বীরেন্দর শেবাগ ১৮২ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন দেশের মাঠে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক শান মাসুদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর