[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

অধিনায়ক বদলালেও ভাগ্য বদলাতে পারল না নোয়াখালী।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১:২৮ এএম

বিপিএলে সিলেটের রাতে আরেকটি একপেশে ম্যাচ দেখল দর্শকরা।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচেও হার এড়াতে ব্যর্থ হলো নোয়াখালী, আর রাজশাহী তুলে নিল আসরের দ্বিতীয় জয়।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নোয়াখালীর ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করতে পারে মাত্র ১২৪ রান। নতুন অধিনায়ক হায়দার আলীর নেতৃত্বেও ইনিংসে গতি আসেনি। হায়দার ২৮ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। মাহিদুল ইসলাম ২৭ বলে ২২ রান এবং মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান যোগ করেন। তবে বাকিদের ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি।
নোয়াখালীকে স্বল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন রাজশাহীর পেসার রিপন মণ্ডল। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। তানজিম হাসানও সহায়তা করে নেন ২টি উইকেট।
১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতে একটি উইকেট হারালেও ম্যাচে কখনোই বড় চাপ অনুভব করেনি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন ও তানজিদ হাসানের ৬৫ রানের জুটি জয়কে সহজ করে তোলে। তানজিদ করেন ২৯ রান, নাজমুল যোগ করেন ২৪। এরপর মুশফিকুর রহিম দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে টানা তিন হারে আরও কঠিন পরিস্থিতিতে পড়ল নোয়াখালী। ম্যাচসেরার পুরস্কার জেতেন অসাধারণ বোলিং করা রিপন মণ্ডল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর