সন্তানদের নৈতিক ও মানসিক গঠনে ফিলিস্তিনি শিশুদের আদর্শ
হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদ। তাঁর মতে, সাহস, দৃঢ়তা ও আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফিলিস্তিনের শিশুরা আজ মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
শুক্রবার মসজিদুল হারামে প্রদত্ত খুতবায় তিনি বলেন, ফিলিস্তিনের শিশুরা তাদের আচরণ ও অবস্থানের মাধ্যমে প্রকৃত বীরত্বের পরিচয় দিচ্ছে। তারা অপমান ও আত্মসমর্পণের পথ বেছে না নিয়ে আধুনিক ও বিধ্বংসী অস্ত্রে সজ্জিত দখলদার শক্তির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এই অবিচল মানসিকতাই তাদের সাহসিকতার প্রকৃত প্রমাণ।
খুতবার আলোচনায় তিনি বিশেষভাবে নতুন প্রজন্মের চরিত্র গঠনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মুসলিমদের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য সন্তানদের মধ্যে উচ্চমানের মূল্যবোধ, আত্মসম্মান ও লক্ষ্যচেতনা গড়ে তোলা জরুরি। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা নিজেদের পরিচয় ও আদর্শ নিয়ে গর্ববোধ করতে শেখে।
শায়খ হুমাইদ আরও বলেন, ইসলাম ও উম্মাহর মৌলিক পরিচয়ের প্রতি শিশুদের অনুগত রাখা এবং তাদের চিন্তা-চেতনায় দৃঢ়তা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদদের ত্যাগ ও বীরদের অটল অবস্থান শিশুদের মনে এমন শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলে, যা কখনো হীনমন্যতাকে প্রশ্রয় দেয় না।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ফিলিস্তিন ও আল-কুদস সবসময় আরব ও মুসলিম উম্মাহর হৃদয়ের গভীরে অবস্থান করবে এবং এ সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না।
এসআর
মন্তব্য করুন: