অনেকের শরীরের কনুই, হাঁটু, মাথার ত্বক, হাত–পায়ের তলা
কিংবা পিঠ থেকে মাঝে-মধ্যে সাপের খোলসের মতো খোসা উঠতে দেখা যায়। কারও ক্ষেত্রে মাথা থেকে খুশকির মতো চামড়াও ঝরতে থাকে।
ত্বক বিশেষজ্ঞদের মতে, মানুষের ত্বক প্রাকৃতিকভাবে প্রায় ২৭ দিন অন্তর নিজে নিজে নবায়ন হয়। নতুন ত্বক গঠনের সময় পুরোনো কোষগুলো মারা যায়। সেগুলো যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, তবে ব্রণ, লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত খুশকি, এমনকি চুল পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পুরো শরীরে নিয়মিত স্ক্রাব বা পরিষ্কার করার অভ্যাস রাখা দরকার।
তবে অনেক সময় ঘষামাজা ছাড়াই মরা চামড়া নিজে থেকেই উঠে আসে। কোথাও কোথাও এই মৃত চামড়া ওপরে জমে থাকে, যা হাতে টান দিলে সহজেই খুলে যায়।
অজুর সময় মরা চামড়া উঠলে কী হবে?
অনেকে প্রশ্ন করেন—অজুর সময় বা অজুর পরে যদি চামড়া উঠে আসে, তাহলে কি নতুন করে অজু করতে হবে? কিংবা মরা চামড়া থাকলে তা সরিয়ে নিচের অংশে পানি পৌঁছানো বাধ্যতামূলক কি না?
আলেমদের মতামত
উলামায়ে কেরামের মতে—
মরা চামড়া থাকলে তা উঠিয়ে ফেলার প্রয়োজন নেই।
তার ওপর পানি প্রবাহিত করলেই অজু সহীহ হবে।
অজুর পর যদি সেই চামড়া উঠে যায়, তাহলে আলাদা করে সেই জায়গা ধোয়ার দরকার নেই, এমনকি অজুও পুনরায় করতে হবে না।
অতএব, মরা চামড়া শরীর থেকে ওঠা—অজু ভঙ্গের কারণ নয়।
এসআর
মন্তব্য করুন: