[email protected] শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১২:৪২ পিএম

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজিত এই জোড় ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইজতেমা চলবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত।

তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালবেলাকে জানান, বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবেই প্রতিবছর এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা মুরব্বিদের কাছ থেকে রাহবারি বা দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান। ইতোমধ্যে দেশ-বিদেশের শুরায়ি নেজামের মুরুব্বিরা টঙ্গীতে এসে পৌঁছেছেন।

জোড় ইজতেমাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবা সংস্থা প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে তাবলিগের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর