[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

সব সময় জিকিরের ফজিলত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৭:২০ পিএম

ইসলামে আল্লাহকে স্মরণ করা বা জিকির এমন এক ইবাদত, যা

মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অন্তরে প্রশান্তি আনে। আল্লাহর স্মরণে যে উপকারিতা রয়েছে, সেগুলোর মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) তার গ্রন্থে শতাধিক দিক তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে— আল্লাহর নৈকট্য লাভ, শয়তানের প্ররোচনা থেকে নিরাপত্তা, মনকে শান্ত রাখা, দুশ্চিন্তা কমানো, পাপ থেকে দূরে থাকা এবং জান্নাতের যোগ্যতা অর্জন।

কোরআনে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে বলেছেন— আল্লাহর স্মরণের মাধ্যমেই মানুষের হৃদয় শান্ত হয় (সুরা রাদ: ২৮)।
এক ব্যক্তি যখন রাসুলুল্লাহ (সা.)-কে জানতে চাইলেন কোন আমল সবসময় করতে সহজ হবে, তখন তিনি বললেন— তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে (তিরমিজি)।
উম্মুল মুমিনীন আয়েশা (রা.) জানান, নবী করিম (সা.) সব পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করতেন (সহিহ মুসলিম)।

অন্য এক বর্ণনায় এসেছে— আল্লাহ বলেন, বান্দা যেমন ধারণা রাখে, আমি তার সঙ্গে তেমনই আচরণ করি। বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করি। সে যদি কোনো সমাবেশে আমার আলোচনা করে, আমি আরও উত্তম সমাবেশে তার আলোচনা করি (সহিহ বুখারি)।
আরেক হাদিসে বলা হয়েছে— যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে করে না— এ দুজনের উদাহরণ জীবিত ও মৃত মানুষের মতো (সহিহ বুখারি)।

জিকিরের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না— যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করা যায়। তবে অজু থাকা উত্তম, যদিও অজু না থাকলেও জিকির করতে কোনো বাধা নেই।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর