[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

অমুসলিমের জন্য দোয়া করা যাবে?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৮:০৬ এএম

অনেক সময় প্রশ্ন ওঠে, মুসলমানরা কি তাদের অমুসলিম পরিচিতজন

বা আত্মীয়দের জন্য দোয়া করতে পারবেন? ইসলামী গবেষক ও আলেমদের মতে— জীবিত অমুসলিমদের জন্য দোয়া করা অনুমতিযোগ্য।

ইসলাম ধর্ম, জাতি বা সংস্কৃতির ভেদাভেদ ছাড়াই সকল মানুষের প্রতি ন্যায়, দয়া, সহমর্মিতা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। তাই কোনো মুসলমান চাইলে অমুসলিম আত্মীয়, প্রতিবেশী বা বন্ধুর সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন।

তবে অমুসলিমদের জন্য সবচেয়ে উত্তম দোয়া হলো— তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করা, যেন তারা সঠিক পথের দিকে অগ্রসর হতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহতেও এর প্রমাণ পাওয়া যায়।

ইবনে উমর (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) দোয়া করে বলেছিলেন—
“হে আল্লাহ! আবু জাহল অথবা উমর ইবনুল খাত্তাব— এ দুজনের মধ্যে যিনি আপনার কাছে বেশি প্রিয়, তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন।”
(সুনানে তিরমিজি, হাদিস: ৩৬৮১)

ইসলাম সব মানুষের সঙ্গে ভালো আচরণ বজায় রাখতে উৎসাহ দেয়। কোনো অমুসলিম প্রতিবেশী বা পরিচিত অসুস্থ হলে নবী (সা.) তাদের খোঁজ নিতেন এবং সুযোগ হলে ইসলামের দাওয়াত দিতেন।

সহিহ বুখারির একটি ঘটনার বর্ণনায় আসে— এক ইহুদি বালক নবী (সা.)-এর সেবা করত। সে অসুস্থ হলে নবী (সা.) তাকে দেখতে যান এবং ইসলাম গ্রহণের আহ্বান জানান। পরে সে ইসলাম গ্রহণ করে।
(সহিহ বুখারি, হাদিস: ১৩৫৬, ৫৬৫৭)

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর