[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

দাঁড়িয়ে প্রস্রাব করার বিধান কী?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৭:০৬ পিএম

বেশিরভাগ পুরুষই ঘর-বাইরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাসে

অভ্যস্ত। রাস্তা, কর্মক্ষেত্রের টয়লেট এমনকি বাড়িতেও অনেকের এই অভ্যাস দেখা যায়। তবে ইসলামী শিক্ষায় স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা অপছন্দনীয় (মাকরূহ) হিসেবে বিবেচিত। অবশ্য কোনো যৌক্তিক অসুবিধা থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা অনুমোদিত—শর্ত হলো, মূত্রের ফোটা যেন শরীর বা পোশাকে না লাগে এবং লজ্জাস্থানের শালীনতা বজায় থাকে। (ফাতাওয়া হিন্দিয়া)

হাদিসে আয়েশা (রা.) বলেছেন—যে দাবি করে রাসুলুল্লাহ (সা.) দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তাকে বিশ্বাস করো না; কারণ তিনি সাধারণত বসেই প্রস্রাব করতেন। (নাসাঈ, হাদিস: ২৯)

অন্য এক হাদিসে হুযাইফা (রা.) বর্ণনা করেন—একবার রাসুলুল্লাহ (সা.) একটি আবর্জনার স্থানের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। তিনি এর পর অযু করেন এবং চামড়ার মোজায় মাসেহ করেন। এটি বিশেষ পরিস্থিতির কারণে করেছিলেন। (বুখারি, মুসলিম)

স্বাস্থ্যগত ব্যাখ্যা

কিছু গবেষণায় দেখা যায়, দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রাশয়ে থাকা কিছু বর্জ্য পদার্থ সম্পূর্ণভাবে বের হতে বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এসব পদার্থ জমে শরীরের ক্ষতি করার আশঙ্কা থাকে। অন্যদিকে বসে প্রস্রাব করলে মূত্রাশয়ে স্বাভাবিক চাপ সৃষ্টি হয়, যা বর্জ্য বের হতে সহায়তা করে এবং মূত্রথলিকে ভালোভাবে খালি করতে সুবিধা দেয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর