সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স
যাত্রীদের জন্য চালু করেছে বিনামূল্যের হাই-স্পিড ওয়াইফাই সেবা। এখন থেকে আকাশে উড়ন্ত অবস্থায়ও যাত্রীরা ঘণ্টায় প্রায় ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
রিয়াদ থেকে জেদ্দাগামী পরীক্ষামূলক ফ্লাইট এসভি-১০৪৪-এ প্রথমবার এই প্রযুক্তি ব্যবহার করা হয়। উদ্বোধনী ফ্লাইটে থাকা কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তারা ভিডিও কল এবং সরাসরি ফুটবল ম্যাচ স্ট্রিমিংয়ের মাধ্যমে সেবার কার্যকারিতা পরীক্ষা করেন। ৩৫ হাজার ফুট উচ্চতায়ও সংযোগ স্থিতিশীল ছিল বলে জানানো হয়।
বর্তমানে ২০টি বিমানে এই ওয়াইফাই সুবিধা যুক্ত হয়েছে, মূলত রিয়াদ–জেদ্দা রুটে। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা করছে সাউদিয়া, বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীবাহী ফ্লাইটগুলোতে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক ও আধুনিক করবে। আকাশপথেই যাত্রীরা অনলাইন মিটিং, ভিডিও স্ট্রিমিং কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন।
সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াইফাই গতিকে আরও উন্নত করে ৮০০ মেগাবাইট পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সেবাটি যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
এসআর
মন্তব্য করুন: