[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৮ কার্তিক ১৪৩২

আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ১:৩৪ এএম

আপনি কি কখনো ভেবেছেন—এমন কোনো স্থান আছে কি, যেখানে কেবল পা রাখলেই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেন? ইসলাম সে রহস্যময় স্থানের খবর দিয়েছে—সেই স্থান হলো মসজিদ।

 

হজরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—

> “যে ব্যক্তি সকালে কিংবা বিকেলে মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। যতবার সে মসজিদে যায়, ততবারই আল্লাহ তার জন্য আতিথেয়তার ব্যবস্থা করেন।”
— (সহিহ বুখারি: ৬৬২)

এই হাদিসই প্রমাণ করে, মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার পথ।

কেন এই বিশেষ মর্যাদা মসজিদগামীদের জন্য?

১. আল্লাহর সাক্ষাতের স্থান
মসজিদ হলো আল্লাহর ঘর। এখানে গমন করা মানে তাঁর আহ্বানে সাড়া দেওয়া। বান্দা যখন ভালোবাসা ও আনুগত্য নিয়ে সেখানে যায়, তখন আল্লাহ নিজেই তার জন্য সম্মানিত আতিথেয়তার ব্যবস্থা করেন।

২. ঈমানের নবায়ন কেন্দ্র
জীবনের ব্যস্ততা ও দুনিয়ার চিন্তা আমাদের ঈমানকে দুর্বল করে ফেলে। মসজিদে কয়েক মুহূর্তের অবস্থানই হতে পারে আত্মাকে পুনরুজ্জীবিত করার শ্রেষ্ঠ উপায়। নামাজ, দোয়া ও জিকিরে মন প্রশান্ত হয়, হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়।

৩. ভ্রাতৃত্বের বন্ধন
মসজিদে সবাই একই কাতারে দাঁড়ায়—ধনী-গরিব, বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। এই মিলনই সৃষ্টি করে মুসলমানদের মধ্যে সত্যিকারের ভ্রাতৃত্ব, যা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন।

৪. চিরস্থায়ী সঞ্চয়
দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ জান্নাতে এক চিরন্তন পুরস্কারে পরিণত হয়। এখানে প্রতিটি নামাজ, প্রতিটি আমল অমর সওয়াবের সঞ্চয়।

৫. আল্লাহর আতিথেয়তার যোগ্য কর্ম
মসজিদে যাওয়া এমন এক কাজ, যার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। তাঁর আনন্দেই তিনি বান্দাকে সম্মানিত অতিথির মর্যাদা দেন—যা জান্নাতের শ্রেষ্ঠ উপহার।

আপনার জন্য করণীয়

জান্নাতের সেই সম্মানিত অতিথিদের কাতারে থাকতে চাইলে আজ থেকেই আপনার স্থানীয় মসজিদের সঙ্গে বন্ধন গড়ে তুলুন। ফজর ও আছরসহ প্রতিটি নামাজ জামাতে আদায় করার অভ্যাস করুন। মসজিদকে বানিয়ে নিন আপনার আত্মার প্রশান্তি ও ঈমানের চার্জিং স্টেশন।

মসজিদে গমন মানেই জান্নাতের পথে পদচারণা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর