[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

হজ এজেন্সি মালিকদেরও তিনটি প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

আগামী বছর সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ ঘোষণা দেন।

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য—

  • বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা (খাবার ও কোরবানি অন্তর্ভুক্ত),
  • সাধারণ প্যাকেজে ব্যয় হবে ৫ লাখ ৫০ হাজার টাকা,
  • আর সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা

হাব মহাসচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ আলাদা হলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিটি প্যাকেজেই খাবারের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজের হিসাব করা হয়েছে। পরবর্তীতে রিয়ালের বিনিময় হার পরিবর্তিত হলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে।

উল্লেখ্য, গত বছর হাবের কার্যকর কমিটি না থাকায় এজেন্সি মালিকরা পৃথকভাবে দুটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর