[email protected] শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১ আশ্বিন ১৪৩২

দেশের ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে।

এর মধ্যে রাজধানী ঢাকায় পূজা হবে ২৫৯টি মণ্ডপে।

শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি।

কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, গত বছর ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় দুই হাজার মণ্ডপ বেড়েছে।

তিনি আরও বলেন, প্রস্তুতির মধ্যেই ১৩ জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বেশিরভাগ অপরাধী গ্রেফতার হয়েছে। পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে পূজা শেষ হবে। ওইদিন বিকেল তিনটা থেকে রাজধানীসহ সারাদেশে বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর