[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

কুবিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩:২৯ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দাওয়া কমিউনিটির উদ্যোগে ‘সীরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সীরাত গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ (হাফিঃ), লেখক ও দা’য়ী জাকারিয়া মাসুদ (হাফিঃ), মাদ্রাসা আশরাফিয়ার প্রধান মুফতি শামসুল ইসলাম জিলানী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান কাসেমী।

দাওয়া কমিউনিটির পক্ষ থেকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাজিম উদ্দিন জানান, “আগে অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পরিবেশ অনেকটা উন্নত হয়েছে।

আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে সাপ্তাহিক পাঠচক্র ও রমজান উপলক্ষে নানা আয়োজন করি। সকল শিক্ষক-শিক্ষার্থীকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

আলোচনায় মাওলানা শরীফ মোহাম্মদ (হাফিঃ) বলেন, মুসলমানদের ঈমান যেন কেবল বাহ্যিক বিষয় না হয়, বরং অন্তর থেকে তা দৃঢ় করার চেষ্টা করতে হবে।

আরেক আলোচক জাকারিয়া মাসুদ (হাফিঃ) বলেন, “একসময় বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়লেই দলীয় সন্দেহ করা হতো। এখন উন্মুক্ত পরিবেশে এসব বিষয়ে আলোচনা করা যাচ্ছে।

তবে নারীদের পর্দা পালনের জন্যও উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।” তিনি করোনাকালীন দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্যের প্রসঙ্গ টেনে আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তা দীর্ঘস্থায়ী করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর