[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

রাবিপ্রবিতে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দাওয়াহ সার্কেলের উদ্যোগে কোরআন বিতরণ ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন রাঙ্গামাটি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শরীয়ত উল্লাহ।

তিনি বলেন, “জীবনের সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই ইহকালে শান্তি, সমৃদ্ধি ও পরকালীন সাফল্য লাভ করা সম্ভব।

তিনি আমাদের জন্য একমাত্র অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবন গড়ে তুলতে হবে।”

আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয় এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর