দুর্গাপূজায় সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।
তবে শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। মণ্ডপগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে এবং পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন থাকবে।”
তিনি আরও জানান, পূজাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় কোনো ধরনের মদ বা গাঁজার আসর বসাতে দেওয়া হবে না।
এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: