[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৯:০৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে রবিবার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে সোমবার (২৫ আগস্ট) সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে।

এ হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ দিন সরকারি ছুটি থাকবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত করা হয় যে রবিউল আউয়ালের চাঁদ এদিন বাংলাদেশের আকাশে দেখা যায়নি।

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

দীর্ঘ ২৩ বছর ইসলাম প্রচারের পর একই তারিখে তিনি ইন্তেকাল করেন। এজন্য মুসলিম বিশ্বে ১২ রবিউল আউয়াল দিনটি তাঁর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর