[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

ইসলামিক ফাউন্ডেশনে বড় নিয়োগ, আবেদন করতে পারেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ৮:৫২ এএম

সংগৃহীত ছবি

ইসলামিক ফাউন্ডেশন রাজস্ব খাতে ৪৩টি পদে মোট ৩৬৩ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত মূল তথ্য:
মোট পদসংখ্যা: ৩৬৩
মোট পদ: ৪৩
আবেদনের সময়সীমা: ৩০ জুলাই থেকে ২৬ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত
আবেদনের ঠিকানা: islamic-foundation নিয়োগ বিজ্ঞপ্তি লিংক

কিছু গুরুত্বপূর্ণ পদ ও সংখ্যা:

  • ফার্মাসিস্ট: ১ জন (বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা)
  • বেইজম্যান: ২ জন
  • কম্পাউন্ডার (হোমিও): ১ জন
  • স্যানিটারি ইন্সপেক্টর: ১ জন
  • হিসাব সহকারী: ১১ জন (বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা)
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৪ জন
  • রেকর্ড ও ডেসপাশ সহকারী: ২ জন
  • এলডিএ কাম হিসাব সহকারী: ১ জন
  • প্রুফ রিডার (প্রেস): ৩ জন
  • ইলেকট্রিশিয়ান: ২ জন
  • অফিস সহায়ক: ৮৫ জন (বেতন: ৮২৫০-২০০১০ টাকা)
  • নিরাপত্তা প্রহরী: ৯ জন
  • পরিচ্ছন্নতা কর্মী: ১২ জন
  • বাবুর্চি: ৭ জন
  • সহকারী বাবুর্চি: ৬ জন

যোগ্যতা ও বয়সসীমা:
প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদনকারীর বয়স হতে হবে ১ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে (নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে ছাড় প্রযোজ্য)।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

 বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন:
https://bdgovt.info/islamic-foundation-job-circular/

বিঃদ্রঃ সময়মতো আবেদন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে, কারণ শেষ সময়ের আগে সার্ভার চাপ বেড়ে যেতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর