বিশিষ্ট্য সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ নূর আলী (৮৫) আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে চার ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার (১১ মে) রাত সাড়ে আট ঘটিকার সময় নিজ বাড়িতে
তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এরআগে দীর্ঘদিন ধরে তিনি
রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকা বার্তা সম্পাদক সৈয়দ রিফাত সিদ্দিকী সেজো চাচা।
সোমবার সকাল ১০ টায় নিজ বাসভবনে জানাজা শেষে ঐতিহ্যবাহী কাশিপুর-সিন্দাইন কবরস্থানে দাফন করা হবে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩ নং দীঘা ইউনিয়নের সাবেক ২ বারের চেয়ারম্যান, পাল্লা মাধ্যমিক বিদ্যালের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক, সিন্দাহিন গ্রাম নিবাসি সৈয়দ নূর আলী।
এলাকায় একজন জনপ্রতিনিধি, শিক্ষনুরাগী ও সমাজসেবক হিসেব ব্যাপক সুনাম অর্জন করেছিলেন তিনি।
এসআর
মন্তব্য করুন: