[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এখনো ভিসা হয়নি ১৪ হাজার হজযাত্রীর!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৫ ২:৫৯ এএম

ফাইল ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখনো ভিসা পাননি বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রী।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী। তবে এরই মধ্যে রাজবাড়ীর পাংশার বাসিন্দা খলিলুর রহমান নামে এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে ৪ হাজার ৯৪ জন হজযাত্রী গমন করেছেন। মোট ৩৭টি ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরব পৌঁছান।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ১২টি এবং ফ্লাই নাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১০টি ফ্লাইট। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর