[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৫ ১:৫২ পিএম

ফাইল ছবি

চলতি হজ মৌসুমে পারমিট ছাড়া হজ পালন না করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ধরে রাখার স্বার্থে এ অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানসমূহে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি হজ পারমিটবিহীন ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা দেওয়া থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়। এতে যানবাহন, আবাসন বা হজ এলাকার প্রবেশে সহায়তা করাও অন্তর্ভুক্ত।

সৌদি সরকার চলতি বছর হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা জারি করেছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র বৈধ হজ পারমিট, মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র ও কাজের অনুমতি থাকলেই মক্কায় প্রবেশ করা যাবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং সহায়তা করলেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এমনকি অপরাধ প্রমাণিত হলে যানবাহন বাজেয়াপ্ত ও বিদেশিদের বহিষ্কার করে ১০ বছর সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ বিধান ২৯ এপ্রিল (জিলকদ ১) থেকে ১০ জুন (জিলহজ ১৪) পর্যন্ত কার্যকর থাকবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের শৃঙ্খলা বজায় রাখতে সৌদি ঘোষিত বিধিনিষেধ মানা জরুরি। প্রবাসী বাংলাদেশিদের আইন ভঙ্গের কারণে দেশের ভাবমূর্তি ও রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, হজ একটি দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা। সুপরিকল্পিত কর্মসূচি, আইন মানা এবং সব পক্ষের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল হজ সম্ভব নয়।

হজের পবিত্রতা রক্ষা ও যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতেই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর