নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি দাবি করেন, কমিশনের প্রস্তাব বাস্তবায়িত হলে তা দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কমিশনের প্রস্তাবনায় ধর্মীয় মূল্যবোধ ও সমাজব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক সুপারিশ রয়েছে।
সরকার যদি এই পথে এগোয়, তা হলে তা দেশের জন্য বিপজ্জনক হতে পারে। এবং দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে।
তিনি জানান, হেফাজতে ইসলাম কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে এবং প্রস্তাবনা প্রত্যাহার ও কমিশন বাতিলের দাবি জানিয়েছে।
মামুনুল হকের অভিযোগ, প্রস্তাবনায় উত্তরাধিকার আইন, বিবাহ ও পারিবারিক কাঠামোসহ একাধিক বিষয়ে ধর্মীয় বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সুপারিশ করা হয়েছে।
এতে নারী ও পুরুষের সমান অংশ, অভিন্ন পারিবারিক আইন এবং বিবাহ-বিচ্ছেদ নিয়ে কিছু প্রস্তাব রয়েছে, যা তিনি "ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেন।
তিনি বলেন, "বিয়ে ও উত্তরাধিকার ধর্মীয় বিধান দ্বারা নির্ধারিত। এগুলো নিয়ে কোনো সাংবিধানিক পরিবর্তন মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়।"
কমিশনের সদস্যদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “তারা মূলধারার নারী সমাজের প্রতিনিধিত্ব করেন না এবং পশ্চিমা চিন্তাধারায় প্রভাবিত।”
হেফাজতের ডাকে আগামী ৩ মে জাতীয় মসজিদ এলাকায় ‘মহাসমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, “এই দাবি শুধু হেফাজতের নয়, দেশের ধর্মপ্রাণ জনগণের। এ বিষয়ে বড় ঘোষণা আসবে।”
তিনি আরও বলেন, হেফাজত রাজনৈতিক দল নয়, তাই রাজনৈতিক পরিচয় ছাড়াই সকল শ্রেণি-পেশার মানুষকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: