[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫ ৩:১৬ পিএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা জুমার নামাজের পর উত্তাল হয়ে ওঠে।

শুক্রবার (১১ এপ্রিল) বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হামলা বন্ধে কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল ও জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ—তিনটি সংগঠন পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান এবং বলেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তারা অভিযোগ করেন, গাজায় শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল, অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে।

বিক্ষোভ শেষে মিছিল থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর