ইসলামে যেকোনো দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ভূমিকম্প, ঝড়-তুফান, মেঘের গর্জনের মতো প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহ তাআলার শক্তির নিদর্শন।
রাসূল (সা.) তার উম্মতকে এসব সময়ে আল্লাহর শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে, সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।
উচ্চারণ:
বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূররু মা
আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামিই ওয়াহুয়া সামি
য়ুল আলিম।
ভূমিকম্পের সময় মাটির দিকে তাকিয়ে পড়তে বলা হয়েছে:
আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান।
উচ্চারণ:
আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খাইরুল গফিরিন।
অর্থ:
“হে আল্লাহ! আপনি আমাদের রক্ষক, সুতরাং আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওপর দয়া করুন। আপনি-ই সর্বাধিক ক্ষমাশীল।” (সুরা আরাফ: ১৫৫)
প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর স্মরণ ও তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করা মু’মিনের কর্তব্য। তাই এসব দোয়া পড়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
এসআর
মন্তব্য করুন: