[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

এবার বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫ ৭:২৭ এএম

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হতে পারে বলে জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।

বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে গবেষণা কেন্দ্রটি এই পূর্বাভাস দিয়েছে।

বুধবার (২৬ মার্চ) পাকিস্তানের গণমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

ফলে দেশটিতে রমজান ২৯ দিনে শেষ হয়ে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, ২৯ মার্চ বিকেল ৩টা ৫৮ মিনিটে (পিএসটি) শাওয়ালের নতুন চাঁদ উদিত হবে। তবে চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কোণিক বিভাজন, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির ওপর নির্ভর করবে চাঁদ দেখার বিষয়টি।

সৌদি আরবে ২৯ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মক্কায় চাঁদের বয়স সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘণ্টা হবে, যা পর্যবেক্ষণের জন্য যথেষ্ট নয়। ফলে সৌদি আরবে ৩০ মার্চ চাঁদ দেখা গেলে ৩১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ। তবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে যদি ৩১ মার্চ ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশেও একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

যেহেতু চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত স্থানীয় পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আবহাওয়া পরিস্থিতি ও প্রত্যক্ষ সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর