পবিত্র ভূমি মক্কায় অবস্থিত মুসলমানদের কিবলা, কাবা শরিফ, যুগের পর যুগ মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন হয়ে রয়েছে।
এবার রমজান উপলক্ষে এটি পাচ্ছে নতুন রূপ—আরও বিস্তৃত, আধুনিক এবং সুবিধাসম্পন্ন।
সোমবার দুবাইভিত্তিক ভিডিও প্ল্যাটফর্ম ভায়োরি নতুন সম্প্রসারিত মসজিদ আল হারামের একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। গ্র্যান্ড মসজিদের তৃতীয় সম্প্রসারণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে, যার ফলে একসঙ্গে প্রায় ২০ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মসজিদের প্রবেশ ও বাহির পথগুলো আরও প্রশস্ত করা হয়েছে, যাতে বিশাল জনসমাগমেও মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। দীর্ঘদিন পর এবারই প্রথম মসজিদ চত্বরে কোনো নির্মাণ কপিকল দেখা যাচ্ছে না, যা এক নতুন সৌন্দর্য এনে দিয়েছে।
রমজানের শেষ দশকের জন্য মসজিদ প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ৪২৮টি এস্কেলেটর ও ২৮টি লিফট স্থাপন করা হয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ নামাজের স্থান, পাশাপাশি শিশুদের দেখাশোনার জন্য চালু করা হয়েছে ২৪ ঘণ্টার বিশেষ সেবা।
প্রতিটি মুসলমানের স্বপ্ন একবার হলেও পবিত্র কাবাকে সামনে থেকে দেখা ও সেখানে নামাজ আদায় করা। নতুন সম্প্রসারণের ফলে আরও বেশি মানুষ এই সুযোগ পাবেন।
গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারাম শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের আবেগ, বিশ্বাস ও আত্মিক শান্তির প্রতীক। যুগে যুগে এর আকৃতি ও অবকাঠামো পরিবর্তিত হয়েছে, তবে এর পবিত্রতা ও মাহাত্ম্য চিরকাল অটুট থাকবে।
এসআর
মন্তব্য করুন: